পারমাণবিক আলোচনাকে অযৌক্তিক বলল ইরান, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকে দুষছে

পারমাণবিক আলোচনাকে অযৌক্তিক বলল ইরান, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকে দুষছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা “অযৌক্তিক”। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তিনি “বর্বরতা” হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ অবস্থায় আলোচনায় বসার পরিবেশ নেই।

ইসরায়েলের সামরিক অভিযানের পরপরই ইরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তাদের দাবি, ইসরায়েল এই হামলা চালানোর সাহস পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, “যখন আমাদের জনগণের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন শান্তিপূর্ণ আলোচনার কথা বলা একধরনের দ্বিচারিতা।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক পথেই সমাধান চান বলে মন্তব্য করেছেন। তিনি ইরানকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “শান্তিপূর্ণ সমাধানই সবার জন্য মঙ্গলজনক।”

জানা গেছে, এপ্রিল ও মে মাসে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্প্রতি যে হামলা চালানো হয়েছে, তা তাদের কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে এই অবকাঠামো পুনরায় গড়ে তুলতে তাদের আরও সময় ও সম্পদ ব্যয় করতে হবে।

এই অবস্থায় পারমাণবিক আলোচনা আবার শুরু হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং আন্তর্জাতিক পরিবেশ স্বাভাবিক হওয়ার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *