
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের আয়োজন করা ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের বিষয়ে সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের সবাইকে অখণ্ড বাংলাদেশ এবং বাংলাদেশি পরিচয় ধারণ করতে হবে।”
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও আমাদের জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক বাণিজ্যের আড়ালে বিক্রি হয়েছে, যা থেকে বেরিয়ে আসা জরুরি।”
সালাহউদ্দিন আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি পার্বত্য চট্টগ্রামসহ সংলগ্ন ভারতের ও মিয়ানমারের অঞ্চল নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই ধরনের ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং আরও অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।