ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাঝেই পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ কোটির বেশি মানুষের পানি বন্ধ করার সাহস কেউ যেন না করে। পরিস্থিতি তৈরি হলে বিশ্ব তার পরিণতি দেখবে।”
পানির প্রবাহ থামানো নিয়ে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী এবং তারা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমরা সিরিয়াস জাতি—উদ্ধত নই। শান্তিই আমাদের প্রথম অগ্রাধিকার।”
আরটি আরবি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “যদি কেউ পানি বন্ধ করে, তবে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে পদক্ষেপ হবে। আমাদের প্রতিক্রিয়া তখন শুধু প্রতিরক্ষা নয়, দীর্ঘমেয়াদী লড়াইয়ের রূপ নেবে।”
সম্প্রতি কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ে। ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে সিন্ধু পানিচুক্তি নিয়ে হুমকি দেয়। এর জবাবে পাকিস্তানও সামরিক প্রস্তুতি নেয়। চারদিন ধরে চলা সীমান্ত সংঘর্ষ শেষে ১০ মে উভয় দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায়।
তবে বিশ্লেষকরা বলছেন, শান্তি বার্তা দিলেও পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে—পানির মতো মৌলিক অধিকার নিয়ে কোনো আপস নয়।