ভোটের আগে অন্ধ সমর্থন নয়, যোগ্য প্রার্থী বেছে নিতে জনগণের প্রতি এনসিপি নেতার আহ্বান

রাজনীতিতে অন্ধ সমর্থনের জায়গা নেই—এই বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৬ মে) নীলফামারীর ডোমারে এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, অতীতে অনেক নেতা ভোটের আগে টাকায় সমর্থন কিনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করেছেন।

তিনি বলেন, “আপনারা যাকে ভালো মনে করেন তাকেই ভোট দিন, মার্কা বা দলের পরিচয় নয়—ব্যক্তির সততা, যোগ্যতা আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই হওয়া উচিত ভোট দেওয়ার মাপকাঠি।”

সরকার নিয়ে সমালোচনা করে সারজিস আলম আরও বলেন, “শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন পদত্যাগের কথা ভাবতেও না পারে। যারা জনগণের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।”

তিনি অভিযোগ করেন, নীলফামারীতে এখন উপজেলা পর্যায়েও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। “অটো, ট্রাক, পিকআপ চালকদের কাছ থেকেও চাঁদা তোলা হয়। এটি একধরনের সিন্ডিকেট, যা জনগণের স্বার্থের পরিপন্থী।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার সরাসরি কোনো রাজনৈতিক দলের নয় বরং তারা গণ-আন্দোলনের প্রতিনিধিত্ব করছে। তবে নির্বাচনের আগে সব বিচার-সংস্কার সম্পন্ন করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

মনোনয়ন বাণিজ্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “পূর্বে মনোনয়ন টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। এমপিরা দলীয় প্রভাবে নির্বাচিত হয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা ভুলে গিয়ে নেতাকে সন্তুষ্ট রাখায় ব্যস্ত থাকতেন।”

তিনি জনগণকে আহ্বান জানান—আগামী নির্বাচনে দল নয়, ভালো মানুষকে মূল্যায়ন করতে। তিনি বিশ্বাস করেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই একটি কার্যকর গণতন্ত্র গড়ে তোলা সম্ভব।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি বিকল্প ধারার রাজনীতির প্রস্তাব নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। নীলফামারী জেলার কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলে দলটির তৃণমূল পর্যায়ের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *