ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা দিয়ে টাকায় ঋণ নিতে পারবে গ্রাহক

ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা দিয়ে টাকায় ঋণ নিতে পারবে গ্রাহক

অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) জমাকৃত বৈদেশিক মুদ্রাকে জামানত হিসেবে ব্যবহার করে ব্যাংক থেকে স্থানীয় মুদ্রায় ঋণ নেওয়ার সুযোগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এই বিষয়ে নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিদেশে নিবন্ধিত কোম্পানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত রেখে দেশীয় ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবেন।

এছাড়া, দেশে অবস্থানরত কোম্পানি ও ব্যক্তি—যারা অনিবাসি হিসাবধারীর সঙ্গে যুক্ত—তারাও এই সুবিধা পাবেন, তবে ব্যাংককে নিশ্চিত করতে হবে ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে।

এই ঋণ শুধুমাত্র স্বল্পমেয়াদি চলতি মূলধনী প্রয়োজনে ব্যবহারযোগ্য হবে। কোনো প্রকার জামানত চার্জ বা ফি নেওয়া যাবে না। তবে প্রয়োজনে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি বিবেচনায় রেখে ব্যাংক মার্জিন হিসেবে জামানতের কিছু অংশ রাখতে পারবে।

ঋণগ্রহীতা যদি ঋণ পরিশোধে ব্যর্থ হন, তাহলে নির্ধারিত ব্যাংকিং প্রক্রিয়া অনুযায়ী বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ পরিশোধ করা যাবে।

ওবিইউ ছাড়াও পিএফসিএ (Private Foreign Currency Account) এবং এনআরএফসিডি (Non-Resident Foreign Currency Deposit) হিসাবেও জমাকৃত অর্থ জামানত হিসেবে ব্যবহারযোগ্য হবে। তবে আন্তর্জাতিক ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ এ সুবিধার আওতায় পড়বে না।

বিদেশি বিনিয়োগকারীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, স্থানীয়ভাবে জামানত জোগাড় করা অনেক সময় কঠিন হয়। এখন বৈদেশিক মুদ্রা ব্যবহার করে জামানতের চাহিদা পূরণ করা সহজ হবে এবং বিনিয়োগ আরও গতি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *