বিসিএস পরীক্ষার নতুন সিলেবাসে বড় পরিবর্তন, বিশেষ বিসিএসে থাকবে ব্যতিক্রমী বিষয়বস্তু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য নতুন একটি সিলেবাস চূড়ান্ত করেছে, যা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে জনবল নিয়োগে ব্যবহার করা হবে। বুধবার (২১ মে) এই সংশোধিত সিলেবাস জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

নতুন সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১১০ নম্বর থাকবে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও গাণিতিক যুক্তি—এই পাঁচটি বিষয়ের প্রতিটিতে থাকবে ২০ নম্বর করে, মানসিক দক্ষতার জন্য বরাদ্দ থাকবে ১০ নম্বর।

স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য মেডিকেল সায়েন্স বিভাগে দুটি পার্টে মূল্যায়ন করা হবে: পার্ট-১ এ প্রি ও প্যারা-ক্লিনিক্যাল বিষয়ে ৫০ নম্বর এবং পার্ট-২ এ ক্লিনিক্যাল বিষয়ে ৫০ নম্বর। ডেন্টাল সায়েন্সে পার্ট-১ এ অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২ এ ওরাল সার্জারি ও অ্যানেসথেশিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

ইতিহাসে নতুন সংযোজন ও পুরনো বিষয়ের রদবদল

সিলেবাস পর্যালোচনায় দেখা গেছে, আগের মতো বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭ মার্চের ভাষণ ও মুজিবনগর সরকারের কার্যাবলি নিয়ে আগের বিশদ বিবরণ এখন আর নেই। বরং, ১৭৫৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাসকে একটি সারাংশের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অংশগ্রহণে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং এর প্রেক্ষাপটে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব। বিষয়টি নিয়ে পিএসসির এক সদস্য বলেন, এই ঘটনাটি ইতিহাসে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়বে।

আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে নতুন অধ্যায়

আন্তর্জাতিক বিষয়ে এবার শুধু জাতিসংঘ বা বিশ্ব রাজনীতি নয়, বরং বিভিন্ন দেশের সিভিল সার্ভিস ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সিভিল সার্ভিস কাঠামো ও ইতিহাস নিয়ে প্রশ্ন আসবে বলে সিলেবাসে উল্লেখ রয়েছে। পিএসসি জানিয়েছে, এতে করে প্রার্থীরা আন্তর্জাতিক সিভিল সার্ভিস সম্পর্কে সম্যক ধারণা পাবে।

নতুন সিলেবাস কি স্থায়ী হবে?

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “এই সিলেবাস বিশেষ বিসিএসের জন্য তৈরি করা হলেও ভবিষ্যতে এটি সাধারণ বিসিএসের জন্যও বিবেচনায় আনা হতে পারে। ৪৯তম বিসিএস থেকে হয়তো নতুন সিলেবাসই স্থায়ীভাবে প্রযোজ্য হবে।”

বিশেষ বিসিএস দ্রুত শেষ করার পরিকল্পনা

সূত্র জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস চলতি বছরেই শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। বিজ্ঞপ্তি জুনে প্রকাশ হলে, পরবর্তী ছয় মাসে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে বিশেষ বিসিএস পরীক্ষাগুলো এক বছরের কম সময়ে সম্পন্ন হওয়ার নজির রয়েছে বলেও জানান পিএসসির এক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *