বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী রোডম্যাপের আহ্বানকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক কর্মী মো. সরজিস আলম। তিনি বলেন, “চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ—এই বক্তব্যে আমরা আশাহত।”
শুক্রবার (২৩ মে) নিজের ফেসবুক পোস্টে সরজিস আলম লেখেন, “এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে জনগণের প্রত্যাশাও তাদের প্রতি সবচেয়ে বেশি। কিন্তু শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপের কথায় আমরা হতাশ হই। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, শহিদ হয়েছে, আহত হয়েছে, তাদের আত্মত্যাগ কি শুধুই একটি নির্বাচনের জন্য ছিল?”
তিনি আরও বলেন, “৫ আগস্ট যে কোটি মানুষ জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে এসেছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল একটি মৌলিক পরিবর্তনের। নির্বাচনের রোডম্যাপ দাবি করতেই পারেন, তবে একইসঙ্গে চাই গণহত্যার বিচারের রোডম্যাপ, মৌলিক সংস্কারের রোডম্যাপ, এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা হাসিনার বিচারের রোডম্যাপ।”
সরজিস আলম আহ্বান জানান, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল যেন শুধু নির্বাচন নিয়ে কথা না বলে; বরং জনগণের বাস্তব প্রত্যাশা ও আন্দোলনের মূল আত্মাকে সম্মান জানিয়ে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোডম্যাপও তুলে ধরে।
