নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটি মনে করে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
রোববার (২৫ মে) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমী।
তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে রাতের আঁধারে ভোটগ্রহণ হওয়ায় জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটেনি। তাই আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে, যাতে তৃণমূল থেকে যোগ্য প্রতিনিধিরা উঠে আসতে পারে।
এ সময় নতুন কমিটিকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানায় দলটি। একইসঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল দূর হওয়ায় বৈঠকটি ফলপ্রসু হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা।