নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত।

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি নীলফামারী।

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত,,
নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত.

নীলফামারী জেলার তিনটি থানা—জলঢাকা, ডোমার ও ডিমলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫”। জেলার চারটি কেন্দ্রে মোট ৪,৩০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) ভিত্তিক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিষয় ছিল বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়।

জলঢাকা উপজেলায় দুটি কেন্দ্রে—জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে—পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দুটি কেন্দ্রে বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

মেধাবৃত্তি পরীক্ষায় নীলফামারী জেলার তিন উপজেলার ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিটি শ্রেণি থেকে ১০ জন করে শিক্ষার্থী বিশেষ পুরস্কার পাবে। এছাড়া পরীক্ষায় সর্বোচ্চ মেধা অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৬,৫০,০০০ টাকা নগদ অর্থ, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

পরীক্ষা শেষে আয়োজকরা জানান, এ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা ও পাঠাভ্যাসে আগ্রহী করে তোলাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *