মোঃ জামিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধী।

আয়োজকদের পক্ষ থেকে তাঁর জন্য মঞ্চে বিশেষ আসন নির্ধারিত থাকলেও তিনি সেখানে না বসে সাধারণ শ্রোতাদের মাঝেই স্থান গ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ওয়াজ তিনি সাধারণ মানুষের ভিড়েই বসে মনোযোগ দিয়ে শুনে যান।
মাহফিলে উপস্থিত অনেকেই জানান, ডাক্তার নাবিলের এই আচরণ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি হয়ে মঞ্চের সম্মান গ্রহণ না করে সাধারণ শ্রোতার মাঝে বসা—এটি তাঁর বিনয়, মানুষের প্রতি ভালোবাসা এবং ইসলামের আদর্শিক চরিত্রেরই প্রতিফলন।
আয়োজক মণ্ডলীর একজন সদস্য বলেন, “মঞ্চে বসার অনুরোধ বহুবার জানিয়েছিলাম, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বললেন— ‘আমি সবার মতোই একজন সাধারণ মানুষ।’ তাঁর এই কথায় আমরা মুগ্ধ হয়েছি।”
মাহফিলে আগত সাধারণ মানুষও ব্যাপকভাবে এই আচরণকে স্বাগত জানান। অনেকেই বলেন, এমন উদাহরণ সমাজে বিনয় ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে ডা. নাবিলের এই নৈতিক আচরণ।