আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও পুরোনো নির্বাচন বাতিলের প্রস্তাব এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাদের দাবি অনুযায়ী, এ সিদ্ধান্ত ৩০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের কথা ছিল, তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠকে পুনরায় আলোচনা হয়েছে।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনে যারা আহত বা প্রাণ হারিয়েছেন, তাদের পুনর্বাসন প্রক্রিয়া খুব ধীরগতিতে চলছে—এই বিষয়টিও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত যেসব নির্বাচন হয়েছে, সেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন আছে। সেসব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করার দাবি এনসিপি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে।

নাহিদ আরও জানান, “যারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নন—এটি আজকের আলোচনায় স্পষ্ট করেছি।”

এনসিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে গণ-আকাঙ্ক্ষা পূরণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার কিছু আগে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক শুরু হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *