তিনটি ‘শূন্য’ অর্জনে মুসলিম নেতাদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

তিনটি ‘শূন্য’ অর্জনে মুসলিম নেতাদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

ঢাকায় আজ অনুষ্ঠিত “আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০২৫”-এ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে প্রয়োজন মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, নৈতিক সাহস ও প্রকৃত সামাজিক ব্যবসা মডেল।”

গুলশানের একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা নৈতিকতা বলি, কিন্তু বাস্তবে প্রয়োগ করি না — সমস্যার মূল এখানেই। প্রকৃত পরিবর্তনের জন্য নৈতিকতা ও দায়িত্ববোধকে কাজে লাগাতে হবে।” তিনি আরও সতর্ক করেন, আধুনিক পুঁজিবাদ যদি এখনই পুনর্বিবেচনা না করা হয়, তাহলে এই শতকের শেষ নাগাদ বহু দেশ হারিয়ে যেতে পারে।

তিনি ইসলামি মূল্যবোধের ভিত্তিতে দাতব্য ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন এবং সমাজে সাম্য ও সহমর্মিতার বিস্তারকে গুরুত্ব দেন। তিনি বলেন, “ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ।”

সম্মেলনে তুরস্কের উপমন্ত্রী ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, ফুজুল ফাইন্যান্সের চেয়ারম্যান ইউপ আকমালসহ একাধিক আন্তর্জাতিক অতিথি অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *