
মসজিদুল হারামের ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। উন্নত সেন্সর ও সংবেদনশীল ক্যামেরার মাধ্যমে জিয়ারতকারীদের সংখ্যা নির্ণয়, চলাচলের দিকনির্দেশনা, এবং বিকল্প পথ উন্মুক্ত রাখতে সহায়তা করছে এই প্রযুক্তি।
বিশেষ করে ‘মাতাফ’ এলাকায় ভিড় বুঝে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ফলে চলাচল হচ্ছে নির্বিঘ্ন ও নিরাপদ। নিরাপত্তা নিশ্চিত করতেও এই এআই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে।
সূত্র: আল আরাবিয়া