
নীলফামারীর সৈয়দপুর শহরের রাস্তায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকার বেশি পাওয়া গেছে, যা দেখে সবাই অবাক হয়েছেন। অনেকেই এই ঘটনাকে অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করছেন।
মানবতার দৃষ্টিতে কাজ করে আসা ‘Humanity Bangladesh’ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, জামা কাপড় এবং খাবার দিয়ে সহানুভূতির হাত বাড়ায়। পরে যখন তারা ওই ব্যক্তির কাছ থেকে এই বড় অংকের টাকাগুলো দেখতে পান, তখন সবাই হতবাক হয়ে যান।
ঘটনাটি জানিয়ে তারা সৈয়দপুর থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেন। পুলিশ এবং সমাজসেবা অধিদপ্তর আসার পর বিষয়টি সুষ্ঠুভাবে হস্তান্তর করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ ‘Humanity Bangladesh’ টিমের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এই কাজে বিশেষ ভূমিকা রাখেন মোঃ মাইনুল ইসলাম ও জয়নাল আবেদীন রাজিব।