
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিউং-কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিউং এদিনই কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
লি জে-মিউং-কে পাঠানো এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বাংলাদেশের সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, “আপনার বিজয় জাতির জন্য আপনার নেতৃত্ব এবং দূরদর্শিতার উপর কোরিয়ার মানুষ যে গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, তারই প্রতিফলন।” প্রধান উপদেষ্টা নবনির্বাচিত প্রেসিডেন্টের সাফল্য কামনা করে বলেন, তিনি যেন নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
অধ্যাপক ইউনূস তার বার্তায় বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী হিসেবে ভূমিকা রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, লি জে-মিউং-এর নেতৃত্বে দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বার্তায় প্রধান উপদেষ্টা স্মরণ করেন যে, তিনি এবং প্রেসিডেন্ট লি উভয়েই মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। তিনি বিশেষ করে কোরিয়াতে ‘জুবিলি ব্যাংক’ প্রতিষ্ঠার লি-এর উদ্যোগের প্রশংসা করেন, যা নিম্ন আয়ের ব্যক্তিদের ছোট ঋণ প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
অধ্যাপক ইউনূস আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং মাইক্রোফাইনান্স ও সামাজিক ব্যবসার একজন প্রবক্তা হিসেবে তিনি আগামী দিনগুলোতে লি জে-মিউং-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
সবশেষে, প্রধান উপদেষ্টা কোরিয়ার নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়ার জনগণের জন্য অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।