
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
- ফ্রন্টডেস্ক: ৭১২১৭১৩৯
- হটলাইন: ৭০৬৩৫২৭৮
- হেল্পলাইন: ৮১৭৪৪২০৭
দূতাবাস সবার নিরাপত্তা ও সহায়তায় সর্বদা প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।