কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর হামলা, গুরুতর আহত

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর হামলা, গুরুতর আহত

কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত–এর উপজেলা প্রতিনিধি ও মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজে যাওয়ার পথে সড়কে ওঁত পেতে থাকা হামলাকারীরা তাঁর ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজকে লোহার রড ও ইট দিয়ে মাথা, হাত এবং পায়ে বারবার আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রাথমিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় একাধিক দল মাঠে নেমে অভিযুক্তদের ধরতে কাজ করছে।

ফিরোজ স্থানীয় একটি বেসরকারি এনজিওর নির্বাহী পরিচালকও বটে। হামলায় তাঁর বাম পা ভেঙে যায়, ডান হাতে ও মাথায় গভীর জখম হয়। চিকিৎসক হোসেন ইমাম জানান, তাঁর শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় ১৮টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পেছনের কারণ হিসেবে জানা গেছে, গত সপ্তাহে ফিরোজের নাতির সঙ্গে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের ছেলের ঝগড়া হয়, যা হাতাহাতিতে গড়ায়। এ সময় ফিরোজ মিলনের ছেলেকে চড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে মিলন বিষয়টি মিরপুর থানা পুলিশের মাধ্যমে মীমাংসা করলেও প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন। আজ ভোরে তিনি আরও কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে ফিরোজের ওপর হামলা চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *