কুয়েট উপাচার্য হযরত আলীর পদত্যাগ, আন্দোলনের জেরে দায়িত্ব ছাড়লেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। শিক্ষক সমিতির অনাস্থা ও লাগাতার চাপের মুখে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বৃহস্পতিবার (২২ মে) কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মাত্র ১৮ দিন আগে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক হযরত আলী। তবে দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়।

এর আগে, চলমান অস্থিরতা ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম-কে শিক্ষা মন্ত্রণালয় অব্যাহতি দেয়।

বিশ্ববিদ্যালয়ে চলমান এই নেতৃত্ব সংকট নিয়ে শিক্ষকমহল ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *