
খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড়ের কাছে রুচি হোটেলের সামনে থেকে সাতক্ষীরার দেবহাটা থানার কুলিয়ার ওমর ফারুক (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও রেকর্ড যাচাইয়ের মাধ্যমে তার বিরুদ্ধে পূর্ববর্তী মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে জব্দকৃত মাদকের উৎস, সহযোগী ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।