
ঢাকা, ২৭ জুন ২০২৫:
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমি থেকে অস্থায়ী পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, “গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি রেলের অনুমতি ছাড়াই খিলক্ষেতে একটি অস্থায়ী পূজা মণ্ডপ নির্মাণ করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। কিন্তু বহুবার অনুরোধ করা সত্ত্বেও আয়োজকরা মণ্ডপটি সরায়নি, বরং স্থায়ী মন্দির নির্মাণের চেষ্টা করে।”
রেল কর্তৃপক্ষ জানায়, জনগণের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার মণ্ডপটি সরিয়ে নেওয়া হয়। এর আগে শতাধিক দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয় ও কাঁচাবাজারও সরানো হয়।
রেলওয়ে জানায়, অস্থায়ী মণ্ডপে থাকা প্রতিমাগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ বিভ্রান্তিমূলক তথ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।