কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট ছিঁড়ে ১১ জন আহত: ৫ জন হাসপাতালে ভর্তি

রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে অন্য হাসপাতালে। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দেখে যে আহতদের ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল ত্যাগ করে।

ভবনের কর্মকর্তা-কর্মচারীদের বরাতে জানা গেছে, বিডিবিএল ভবনে মোট চারটি লিফট রয়েছে, যার মধ্যে দুটো দীর্ঘদিন ধরেই নষ্ট। বাকি দুটি লিফটের অবস্থাও নাজুক ছিল। তবুও সেগুলো দিয়ে চলাচল চলছিল। এ বিষয়ে আগেও অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এ ঘটনায় ভবন ব্যবস্থাপনার অব্যবস্থাপনা ও অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভবনে অবস্থানরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *