
ঢাকা, ১ জুলাই ২০২৫ — জুলাই ২০২৪-এ সংঘটিত ঐতিহাসিক গণ-আন্দোলনের অন্যতম চিত্রকর ও সক্রিয় অংশগ্রহণকারী শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে আঁকেছেন একটি বিশেষ পোস্টার সিরিজ। “জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম”-এর অংশ হিসেবে তিনি মোট দশটি পোস্টার নির্মাণ করেছেন, যা ঐ সময়ের ঘটনাবলি ও প্রেক্ষাপটকে তুলে ধরবে ভিজ্যুয়াল আর্টের মাধ্যমে।
এই দশটি পোস্টারের প্রতিটিতে তুলে ধরা হয়েছে—কেন জুলাই মাসের গণ-আন্দোলন ছিল অনিবার্য, কীভাবে ঘটনাগুলো ঘটেছিল, এবং সাধারণ মানুষের ভূমিকা ও ত্যাগ কেমন ছিল। পোস্টারগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাসকে চিত্রের ভাষায় উপলব্ধি করতে পারবে।
সিরিজটি ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশের মাধ্যমে সাধারণ দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। আজ, ১ জুলাই, প্রথম পোস্টারটি উন্মোচন করা হয়েছে, যা আন্দোলনের সূচনালগ্নকে কেন্দ্র করে নির্মিত।