জেডআরএফ বিজ্ঞান মেলায় পুরস্কার দিলেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ভার্চুয়াল বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ, ২৩ মে ২০২৫, শুক্রবার। রাজধানীর গুলশানে জেডআরএফের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেধা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেডআরএফের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *