
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার সাত বছরের এক শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিপীড়িত নারী ও শিশুদের সহায়তার জন্য গঠিত বিএনপির স্বাস্থ্য সহায়তা সেলের পক্ষ থেকে সোমবার শিশুটিকে দেখতে যশোর সদর হাসপাতালে যান সেলের প্রধান সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
বক্তব্যে ডা. রফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু চলতি বছরের প্রথম চার মাসেই আগের বছরের শেষ চার মাসের তুলনায় ১,২১৮টি বেশি ঘটনা ঘটেছে। এসব চিন্তা করেই বিএনপি দলীয়ভাবে একটি স্বাস্থ্য ও আইনি সহায়তা সেল গঠন করেছে, যা ইতোমধ্যেই বিভিন্ন আলোচিত ঘটনায় সহায়তা প্রদান করেছে।
তিনি বলেন, “আমরা অতীতেও নির্যাতিতদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।” পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার প্রক্রিয়ার ধীরগতির বিষয়টি তুলে ধরে জানান, এক লাখের বেশি মামলা এখনো বিচারাধীন, যা নির্যাতিতদের জন্য হতাশাজনক। এ সমস্যা সমাধানে বিএনপির আইনি সহায়তা সেল সক্রিয়ভাবে কাজ করছে।
শিশুটির চিকিৎসার বিষয়ে তিনি জানান, প্রাথমিক চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রয়োজন হলে সেলের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে।
এ সময় শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করেন।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য ও আইনি সহায়তা সেলের সদস্যরা, স্থানীয় চিকিৎসক ও বিএনপি নেতৃবৃন্দ।