জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে: জাইকা প্রতিনিধি দলের আশ্বাস

জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে: জাইকা প্রতিনিধি দলের আশ্বাস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা (Japan International Cooperation Agency – JICA)। আজ ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাটসুরার সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রতি এই আহ্বান জানান।

বৈঠকে বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গা সংকট, শিক্ষা ও ক্রীড়া সহ যুব উন্নয়ন বিষয়ক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান ইউনূস। তিনি জাপান সফরে প্রাপ্ত আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ছিল।”

মিয়াজাকি কাটসুরা বলেন, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বিচার বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতের সংস্কারে জাইকা সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশকে একটি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে জাপানের সহায়তা চান। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে পড়াশোনা ও চাকরির সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ভাষাগত চ্যালেঞ্জ মোকাবেলায় জাপানি ভাষা শিক্ষার ব্যবস্থা গ্রহণেরও প্রস্তাব দেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইউনূস বলেন, “আশা হারিয়ে হাজারো তরুণ শিবিরে বেড়ে উঠছে, যারা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।” এই সংকটে জাপানের মানবিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

যুব উন্নয়ন বিষয়ে তিনি নারী খেলাধুলায় বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন এবং মেয়েদের স্বাস্থ্য ও প্রশিক্ষণ উন্নয়নে জাইকার সহায়তা চান। জবাবে মিয়াজাকি জানান, নারী খেলাধুলায় সহায়তা বাড়ানোর বিষয়টি জাইকা বিবেচনা করবে।

বৈঠকে অর্থনৈতিক সংস্কার, রেল প্রকল্প ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক এক বিলিয়ন ডলারের ঋণ ও অনুদানের জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও বার্ষিক ওডিএ সহায়তার পরিমাণ ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “জাপানের বন্ধুত্ব ও অবদান বাংলাদেশ সবসময় স্মরণে রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *