
রাজধানীর মালিবাগে অবস্থিত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সঙ্গে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা Japan International Cooperation Agency (JICA)-এর একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় JICA-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অ্যাডভাইজার মি. শোজি আকিহিরো, প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস কাতসুকি নাহো, জাপানি অতিথি মি. সুগাওয়ারা ইউকি এবং অ্যাডমিন অফিসার মিস ফারজানা শারলিন। অপরদিকে, সিআইডির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (সিপিসি) জনাব মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) এ.এফ.এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) মো. একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাসসুল হক, বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিঃ ডিআইজি) শম্পা ইয়াসমীনসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় Japan Debt Cancellation Fund (JDCF)-এর সহায়তায় সিআইডিতে স্থাপিত ডিএনএ ল্যাব এবং JICA-এর সহায়তায় পরিচালিত পূর্ববর্তী প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিকের মতো বিশেষায়িত প্রশিক্ষণের গুরুত্ব আলোচনায় উঠে আসে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনার বিষয়েও মতবিনিময় হয়।
মতবিনিময় সভা শেষে JICA প্রতিনিধি দল সিআইডির আধুনিক ডিএনএ ল্যাব পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।