
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
রোববার ভোরে চালানো এই হামলায় তেল আবিবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার কথা জানানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “ইরানের সঙ্গে সমন্বয় করে এই হামলা পরিচালিত হয়েছে এবং এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে।”
তিনি আরও জানান, ইয়েমেনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ইউনিট আগামী ২৪ ঘণ্টার মধ্যে দখলকৃত ইয়াফা অঞ্চলে আরও হামলা চালাবে, যেখানে ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
সারি জানান, “ইসরায়েলের দখলদারিত্ব ও গাজার জনগণের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর এই প্রতিরোধ চলবে। যতদিন পর্যন্ত গাজায় অবরোধ ও হামলা বন্ধ না হয়, ততদিন প্রতিরোধ অব্যাহত থাকবে।”
ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইয়েমেনি বাহিনী জানায়, এই হামলা শুধু প্রতিশোধ নয়, বরং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতির প্রকাশ।