বৃষ্টির মধ্যেও মেয়রের দায়িত্ব বুঝে নিতে ইশরাকপন্থীদের টানা অবস্থান

বৃষ্টির তোয়াক্কা না করেই অষ্টম দিনের মতো মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা। রাজধানীর কাকরাইল মোড়ে বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশি ব্যারিকেডের সামনে জড়ো হয়ে তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনকারীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টার মধ্যে সিদ্ধান্ত না আসায় তারা নতুন কর্মসূচিতে নেমেছেন। মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত সড়কে সরাসরি অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরাও সংহতি জানিয়ে নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করছেন এবং পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুৎসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রেখেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের জয় বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র ঘোষণা করে।

তবে এখনও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় ইশরাকপন্থীরা আন্দোলনে অনড় অবস্থান নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *