ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ এখনো ঝুলে আছে। আজ সোমবার (২৬ মে) তার পক্ষে আবারও একটি ‘স্মারক নোটিশ’ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর।
আইনি নোটিশটি পাঠিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। এতে তিনি মনে করিয়ে দেন, ইশরাক হোসেনের গেজেট প্রকাশের পর এখনো তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, যা আইনবিরুদ্ধ।
এর আগেও ২১ মে একই দাবিতে একটি আইনি চিঠি পাঠানো হয়েছিল। তাতে বলা হয়, ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৭(২) ধারা অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত ব্যক্তিকে শপথ পড়াতে হয়।
নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ইশরাক হোসেনের মেয়র হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে গত ২৭ এপ্রিল। সেই হিসাবে আজ ২৬ মে শপথ গ্রহণের নির্ধারিত সময়সীমার শেষ দিন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, গেজেটের প্রায় একমাস পার হলেও কোনও দিক থেকে শপথের উদ্যোগ দেখা যায়নি। এমনকি আগের দুইটি চিঠিরও কোনও জবাব আসেনি।
আইনজীবীর পক্ষ থেকে এবার জানানো হয়েছে, সময়মতো শপথের ব্যবস্থা না হলে ‘আদালত অবমাননার’ মত আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।