
ইরানের পার্লামেন্টে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে সরে আসার লক্ষ্যে একটি বিল উত্থাপনের প্রস্তুতি চলছে। এমন তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই, যিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে মুখপাত্র স্পষ্ট করে বলেন, “ইরান কোনোভাবেই ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরি করতে চায় না। এটি আমাদের কৌশলগত নীতির পরিপন্থী।” খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
১৯৬৮ সালে স্বাক্ষরিত এনপিটি (NPT) চুক্তি বিশ্বের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। জাতিসংঘের তত্ত্বাবধানে চুক্তিটি কার্যকর হয় এবং বর্তমানে বিশ্বের ১৯১টি দেশ এতে স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ব্যতীত অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে জাতিসংঘের নিরীক্ষার অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি উৎপাদনের অনুমতি রয়েছে।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এর পর থেকেই ইরান এনপিটি থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিতে শুরু করে।
তবে বর্তমান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারেই আমরা বিশ্বাসী।”
বিশ্লেষকদের মতে, এনপিটি থেকে ইরান যদি সত্যিই সরে আসে, তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।