
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, তবে এতে ভেটো দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা।
তাদের মতে, ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে সামরিক হামলা চালানোর সময় এ সুযোগ পায়। তবে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান কোনো মার্কিন নাগরিককে হত্যা না করলে তাদের শীর্ষ নেতাদের টার্গেট করা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না।
রয়টার্সের এই প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাত শুরুর পর থেকেই ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ঘন ঘন যোগাযোগ হচ্ছে। তবে নেতানিয়াহু এসব আলোচনা নিয়ে মুখ খুলতে রাজি হননি, বরং বলেন, “আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করব, যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কোনটা ভালো।”
এদিকে ইসরায়েল-ইরান উত্তেজনার কারণে ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।