
ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করার পর স্পেসএক্সের মালিক ইলন মাস্ক তাদের উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ইরানে চালু করেছেন। শুক্রবার ইরান নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। এর ফলে দেশটির মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
ইলন মাস্ক এক্সে জানান, “The beams are on,” অর্থাৎ সংযোগ চালু হয়েছে। স্টারলিংক দূরবর্তী বা সংযোগ বিচ্ছিন্ন এলাকায় ইন্টারনেট সরবরাহ করে থাকে। এই সময় ইসরায়েলের হামলার পর ইরানে উত্তেজনা বাড়ায় ইন্টারনেট বন্ধ করা হয় বলে ধারণা করা হচ্ছে। মার্কিন টকশো উপস্থাপক মার্ক লেভিন মাস্ককে স্টারলিংক চালু করার পরামর্শ দিয়েছিলেন, যা মাস্ক দ্রুত কার্যকর করেছেন।