
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে। তবে, রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি — অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে কেন্দ্র পৌঁছাতে দেরি হওয়ায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এ প্রসঙ্গে শিক্ষাবিষয়ক উপদেষ্টা সিআর আবরার বলেন,
“মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”
ঘটনার প্রতি সামাজিক মাধ্যমেও ব্যাপক সহানুভূতি প্রকাশ করা হচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।