ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলো ১ মে থেকে ২৩ মে ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়।
শনিবার (২৪ মে) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীর উপস্থিতিতে ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পল্টন থানা সূত্রে জানা গেছে, এসব মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন থানার এএসআই ইকবাল হোসেন। তিনি উদ্ধারকাজে নিরলসভাবে কাজ করেন।
এর আগেও পল্টন থানা পুলিশের পক্ষ থেকে ২৩০টির বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
মোবাইল ফেরত পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের এমন মানবিক ভূমিকায় ধন্যবাদ জানান।
তথ্যসূত্র:
পল্টন মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)