
সরকারি কর্ম কমিশন (PSC), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG), এবং ন্যায়পাল নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই প্রস্তাবে বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল ও জোট ‘নোট অব ডিসেন্ট’ দেবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত জানায়। আলোচনা সভায় বিভিন্ন নিয়োগ-সংক্রান্ত প্রস্তাব আলাদাভাবে উপস্থাপন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, নিয়োগ পদ্ধতিকে শক্তিশালী করতে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে, তবে এসব নিয়োগের বিষয় সংবিধানে যুক্ত করার প্রস্তাবের তিনি বিরোধিতা করেন।
পরে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম এবং আমজনতার দল—এই পাঁচটি দল প্রস্তাবিত বিষয়গুলোর কিছু অংশে ‘নোট অব ডিসেন্ট’ দেবে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুদককে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতি দেখা গেছে।
সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে, একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (NCC)-এর মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক। তবে দলগুলোর আপত্তির কারণে এ প্রস্তাবের পরিবর্তে কমিশন বিকল্প হিসেবে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের একটি পৃথক প্রস্তাবও উত্থাপন করে।