গোড়গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের ফিরে আসায় এলাকাবাসীর তীব্র আপত্তি।

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি:নীলফামারী।

গোড়গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জের ফিরে আসায় এলাকাবাসীর তীব্র আপত্তি।
সাবেক চেয়ারম্যান মাহাবুব জর্জ

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসী তীব্র আপত্তি জানিয়েছে।

সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাহাবুব জর্জ নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। দায়িত্ব পালনে গাফিলতি, ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর প্রশাসন তাঁর স্থলে একজন প্রশাসক নিয়োগ দেয়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত এই সাবেক চেয়ারম্যান দায়িত্বকালীন সময়ে সরকারি তহবিলের অপব্যবহার, প্রকল্পের অর্থ আত্মসাৎ,ভুয়া বিল-ভাউচার প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি সেবায় অর্থ গ্রহণ, ইত্যাদি অনিয়মে জড়িত ছিলেন।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি বিরোধী মত দমন, ভয়ভীতি প্রদর্শন এবং জনঅসন্তোষ সৃষ্টির মাধ্যমে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলেন।

নির্বাচনে পরাজিত হয়েও আওয়ামী লীগের মনোনয়ন ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়নের সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রশাসনিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি মাহাবুব জর্জের পুনরায় পরিষদে ফিরে আসার উদ্যোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর প্রত্যাবর্তন হলে গোড়গ্রাম ইউনিয়নে পুনরায় অস্থিরতা, বিভেদ ও অনিয়ম বৃদ্ধি পাবে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে
ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে মাহাবুব জর্জের ফিরে আসা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *