
দেশব্যাপী গণআন্দোলনের মুখে পদচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বহু সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শেখ হাসিনার সরকারের সময়কালে প্রতিষ্ঠিত প্রায় ৯৭৭টি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সেতু, হাসপাতাল, গবেষণাকেন্দ্র এবং সামরিক স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশের নাম ইতিমধ্যে বদলানো হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো চলমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত ১৬ বছরে শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারের অন্যান্য সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নামেই বেশিরভাগ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকার এসব নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক জনবিক্ষোভ ও রাজনৈতিক চাপে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ভারত চলে যান। তার পরপরই গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার, যারা দেশব্যাপী সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এসব নাম পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং একটি তালিকাও প্রকাশ করেছে যেখানে পরিবর্তিত ও পরিবর্তনযোগ্য স্থাপনাগুলোর বিবরণ রয়েছে।