চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৩ মে) ভোরে তিনি দেশে পৌঁছালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আনতে পুলিশ সদর দপ্তর থেকে একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।