অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। ভোর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলায় বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় দুটি বাড়িতে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। সেখান থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া পূর্ব গাজার তুফাহ এলাকার আল-নাখল সড়কে আরও দুজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধের অভিযোগ থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন। তার ভাষায়, “গাজা আমরা পুরোপুরি দখল করব। বন্দিদের মুক্ত করতে স্বল্প সময়ের যুদ্ধবিরতি হতে পারে, তবে তা চূড়ান্ত সমাধান নয়।”
নেতানিয়াহু দাবি করেন, “হামাসের হাতে এখনও অন্তত ২০ জন ইসরায়েলি জীবিত বন্দি রয়েছে এবং আরও প্রায় ৩৮ জন নিহত হয়েছে।”
অন্যদিকে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। তাদের পক্ষ থেকে বলা হয়, “যদি ইসরায়েল তাদের বন্দিদের মুক্ত করতে চায়, তবে গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে, পর্যাপ্ত ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করতে হবে।”