ফেনী-২ আসন থেকে নির্বাচনে লড়বে এবি পার্টির চেয়ারম্যান

ফেনী-২ আসন থেকে নির্বাচনে লড়বে এবি পার্টির চেয়ারম্যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

মজিবুর রহমান মঞ্জু লেখেন, “অনেকে জানতে চান আমি নির্বাচন করব কি না। তাদের উদ্দেশে বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ, আমার জন্মভূমি ফেনী-২ আসন থেকেই আমি নির্বাচনে অংশ নেব।”

তিনি আরও বলেন, এবি পার্টি নতুন রাজনৈতিক দল। এখনো সাংগঠনিক ও আর্থিক ভিত্তি শক্তিশালী হয়নি। এ কারণে কেউ কেউ মন্তব্য করবেন যে তিনি জামানত হারাবেন বা এমপি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে সমালোচনা ও উৎসাহ—দুটোকেই সমানভাবে মূল্যায়ন করে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প তার রয়েছে।

এবি পার্টির চেয়ারম্যানের ভাষায়, “যে কোনো নতুন উদ্যোগ শূন্য থেকেই শুরু হয়। সমালোচনা এবং উৎসাহ দুটোর ভারসাম্য নিয়ে এগোতে পারলেই ক্ষুদ্র থেকে বৃহৎ হয়ে ওঠা সম্ভব। আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগও প্রতিকূলতা মোকাবিলা করেই এগোচ্ছে। সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে।”

তিনি জানান, সাময়িক কল্যাণের পাশাপাশি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলা করেই টেকসই অর্জন সম্ভব। তাই বন্ধুদের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করবেন। তবে আপাতত জুমার দিনে শুধু জানিয়ে রাখলেন, নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দমন-পীড়নের কারণে কারাভোগ করেছেন মজিবুর রহমান মঞ্জু। গেল বছরের ৫ আগস্টের পর থেকে তিনি নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *