ফেসবুকে ভুয়া ওষুধ বিক্রি: প্রতারক রাজু গ্রেফতার, বিপুল নকল পণ্য জব্দ

ঢাকায় ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ ভুয়া ওষুধও জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তি মো. রাজু মিয়া (২৩)। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, রাজু মিয়া ফেসবুকে ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ ও ‘ডায়াকোর্স’ নামে নকল ওষুধের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন। গ্রাহককে আকৃষ্ট করতে এসব পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের নাম লাগানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

অভিযানে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি কৌটায় ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ট্যাবলেট, ২৫টি খালি কৌটা, ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ ও ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা।

ডিবি আরও জানায়, রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। জনস্বাস্থ্য রক্ষায় এমন প্রতারণা রোধে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাদের তৎপরতা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *