
ইস্তানবুল, ৪ জুলাই ২০২৫
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলার বিকাশে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ইউনিয়নের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জনাব নেজমুদ্দিন বিলাল এরদোয়ান।
চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত এক ঘনিষ্ঠ বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রসার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। জনাব বিলাল এরদোয়ান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা ও নৌকা বাইচের মতো খেলার আন্তর্জাতিক সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং এ সম্পর্কিত ফেডারেশনগুলোর সদস্যপদ দেওয়ার আশ্বাস দেন।
তুরস্কে শিক্ষা কার্যক্রমে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি ও বিনিময় কর্মসূচির প্রস্তাব দেন। একই সঙ্গে বাংলাদেশে তাদের পরিচালিত স্কুলের একটি শাখা খোলার আগ্রহও প্রকাশ করেন।
জনাব বিলাল এরদোয়ান তাঁর কক্সবাজার সফরের স্মৃতিচারণ করেন এবং রোহিঙ্গা ক্যাম্পে ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে সহায়তার ইচ্ছা জানান, যাতে শরণার্থীদের মাঝে মনোবল ও আশার সঞ্চার হয়।
বৈঠকে মাননীয় উপদেষ্টা বাংলাদেশ-তুরস্ক বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে তুরস্ক সব সংকটে আমাদের পাশে থেকেছে।” তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের তরুণরা রাজনীতি সম্পর্কে আরও সচেতন হয়েছে এবং জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির পুনর্জাগরণে আগ্রহী হয়ে উঠেছে।
তিনি জনাব এরদোয়ানকে “গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫”-এ যোগদানের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের যুব ও ক্রীড়াক্ষেত্রে অংশীদারিত্বকে আরও জোরদার করবে।