জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ সাংবাদিকদের সঙ্গে কোনো ব্রিফিং হয়নি, যা সাধারণত পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা করে থাকেন। বহু বছরের চলমান এই রীতি আজ ব্যতিক্রম হয়েছে। একনেক সভা শেষে হঠাৎই ব্রিফিং বাতিল করে দেওয়া হয় এবং শুরু হয় উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক।
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখানে উপদেষ্টারা ছাড়া অন্য কাউকে রাখা হয়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আজ একনেক সভার পর কোনো ব্রিফিং হবে না এবং সভার সারসংক্ষেপ ই-মেইলে পাঠানো হবে।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ নিয়ে। ধারণা করা হচ্ছে, আজকের এই অনির্ধারিত বৈঠকে সেই প্রসঙ্গেই আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার রাতে অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা জানান। তিনি বিভিন্ন পক্ষের বাধা এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
এই তথ্য প্রথম সামনে আনেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এদিকে, প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে বিভিন্ন পক্ষ অনুরোধ জানিয়ে আসছে।