নোয়াখালী-০২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

মোঃশামছুল হক শামীম

সেনবাগ উপজেলা প্রতিনিধি।

আজ সোমবার ( ২৯ ডিসেম্বর ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নং আসন,নোয়াখালী- ০২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক)  সেনবাগে মনোনয়ন জমা দিলেন ১০ জন প্রার্থী! তারা হলেন…

১/  বিএনপি মনোনীত প্রার্থী, Zainul Abdin Farroque জয়নুল আবেদিন ফারুক (ধানের শীষ),

২/ এনসিপি’র  মনোনীত প্রার্থী Sultan Mohammed Zakaria সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার(শাপলা কলি),

৩/ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ  অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহাম্মদ(দাড়িপাল্লা)

৪/ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী Khalilur Rahman খলিলুর রহমান  মাওলানা খলিলুর রহমান(হাতপাখা),

৫ / স্বতন্ত্র প্রার্থী Kazi Mohammed Mofizur Rahman  আলহাজ্ব কাজী মফিজুর রহমান,

৬/ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মনোনীত প্রার্থী মোশারেফ হোসেন মন্টু (তারা)

৭/ সৈয়দ নজরুল ইসলাম ফারুক (স্বতন্ত্র),

৮/ মাওলানা তোফাজ্জল হোসেন (রিক্সা) মার্কা 

৯ / জাতীয় পার্টি মনোনীত  প্রার্থী মিয়া মো: শাহাদাত হোসেন জুয়েল(নাঙ্গল)। এবং

১০ / স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এসময় সকল প্রার্থীর প্রমুখ নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *