সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামী ২৭ মে (মঙ্গলবার) জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। তার মতে, ওইদিন সন্ধ্যার পর চাঁদ দিগন্তের ওপরে প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, যা肉চাঁদ দেখার জন্য যথেষ্ট সময়।
জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে নতুন চাঁদের জন্ম হওয়ার কথা। সে অনুযায়ী, আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ শুরু হতে পারে ২৮ মে থেকে। এতে করে আগামী ৬ জুন (শুক্রবার) মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে আমিরাতে এখনো ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে মাস গণনা নির্ধারণ করে থাকে। ফলে শেষ সিদ্ধান্ত আসবে সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেই।
যদি আমিরাত ও সৌদি আরবে ৬ জুন ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে পরদিন, ৭ জুন। এ দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করবেন।