দুর্নীতির অভিযোগে সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রা নিষিদ্ধ

দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিদেশযাত্রা নিষিদ্ধ এবং তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার তাকে দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে বিদেশযাত্রা এবং এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোয়াজ্জেমের ব্যাংক হিসাব, সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন। চলতি বছরের ২১ এপ্রিল মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুর্নীতির অভিযোগ সামনে আসার পর আসিফ সজীব তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, তিনি নিজেই দুদককে অভিযোগ অনুসন্ধানের অনুরোধ করেছেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “যে–ই দুর্নীতিতে জড়াবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সত্য ও নৈতিক সাহসেই আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার সুশাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *