ঐতিহ্যবাহী দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

ঐতিহ্যবাহী দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২২জুন) বিদ্যালয়ের মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

কলেজের প্রভাষক প্রিন্স মজুমদার এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়।

প্রধান অতিথির বক্তব্যে অমিত রায়, শিক্ষার্থীদেরকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার এহসানুল হক সিরাজী, গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবু তাহের সরদার, দাতা সদস্য জনাভ নুরুল আমিন পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ।

উক্ত অনুষ্ঠানে মানপত্র পাঠ পূর্বক  শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দোয়া পাঠ করা হয়। 

সভাপতির বক্তব্যে জনাব রুহুল আমিন আড্ডা, মোবাইল, টেলিভিশন, ফেসবুকে সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন। এছাড়া তিনি ভালো ফলাফল করতে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *