দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর ভারতের বাজারে ইলিশের চাহিদা বেড়ে যায়। বাংলাদেশ কয়েক বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে। তবে এবারের দুর্গাপূজা সামনে রেখে ইলিশ রপ্তানি নিয়ে এখনো অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ চিঠি পাঠায়।

চিঠিতে গত বছর দুর্গাপূজার সময় ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, “পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবারের দুর্গাপূজা (সেপ্টেম্বর ২০২৫) উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত বছর অনুমোদিত ২,৪২০ টনের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা সম্ভব হয়েছিল। ২০২৩ সালে ৩,৯৫০ টনের মধ্যে ৫৮৭ টন, ২০২২ সালে ২,৯০০ টনের মধ্যে ১,৩০০ টন এবং ২০২১ সালে অনুমোদিত ৪,৬০০ টনের মধ্যে ১,২০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল।

ব্যবসায়ীরা আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, রপ্তানি পারমিটের ৩০ থেকে ৪৫ দিনের সীমিত সময়সীমার কারণে প্রতি বছর অনুমোদিত সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব হয় না। তাই এ বছর যেন কোনো সময়সীমা ছাড়াই ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়—এই অনুরোধও জানানো হয়েছে।

চিঠিতে ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, ভারতের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার প্রত্যাশা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *