ডমুরুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ, সেনবাগ উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ-সোনাইমুড়ী উপজেলার জনপ্রিয় নেতা আলহাজ্ব কাজী মফিজুর রহমান

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ওবায়দুল হক চেয়ারম্যান
  • সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাহের চৌধুরী জাফর
৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন
সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি
সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিল ও আকরাম হোসেন মুন্না
সেনবাগ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ উদ্দিন আদনান
নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক মোঃ মফিজুল ভূঁইয়া
সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল আলম ভূঁইয়া মঞ্জু
৪ নম্বর কাদরা ইউনিয়নের ছাত্র নেতা জাহিদুল ইসলাম শুভ

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথি কাজী মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “সেনবাগের জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাব। বিএনপির আদর্শ ও চেতনার আলোকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো অনৈতিক কাজে লিপ্ত না হয়ে ধাপে ধাপে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করে আমরা জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনব।”

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠান পরিচালনা ও সমাপ্তি ঘোষণা

সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর
অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন মিয়াজি, এবং প্রধান অতিথির অনুমতিক্রমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

সাধারণ মানুষের অংশগ্রহণ ও উচ্ছ্বাস

এ সময় বিএনপির স্থানীয় ওয়ার্ড কমিটির নেতাকর্মীরাও দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, “এ ধরনের আয়োজনে আমরা একত্রিত হতে পারলে দল আরও শক্তিশালী হবে।”

অনুষ্ঠান শেষে ইফতার পরিবেশন করা হয় এবং নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপি অচিরেই সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *