ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী নীলফামারী।

ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লায়লা সাঈদ ত্বনী ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ কমিশনার জনাব নিয়াজ মেহেদী, লালমনিরহাট জেলা সমবায় অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূর মোহাম্মদ, ডোমার প্রেসক্লাবের সভাপতি জনাব মোজাফফর হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন, উপজেলা বন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমবায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *